চাঁদপুর: চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৭২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওচমান গনি পাটওয়ারী (মোবাইল)।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন প্রধানিয়া (আনারস) ৫২৫ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বাংলানিউজকে বলেন, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন-১ নম্বর ওয়ার্ডে (হাতি) মো. মনিরুজ্জামান মানিক, ২ নম্বর ওয়ার্ডে (তালা) মো. খুরশিদ আলম, ৩ নম্বর ওয়ার্ডে (টিউবওয়েল) আলী আক্কাস, ৪ নম্বর ওয়ার্ডে (হাতি) মো. আল আমিন ফরাজি, ৫ নম্বর ওয়ার্ডে (তালা) সরকার মোহাম্মদ আলাউদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে (টিউবওয়েল) তৌহিদুল ইসলাম খোকা, ৭ নম্বর ওয়ার্ডে (টিউবওয়েল) বিল্লাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে (ক্রিকেট ব্যাট) মো. জাকির হোসেন।
সংরক্ষিত সাধারণ ওয়ার্ডে নির্বাচিতরা হলেন -১, ২, ও ৩ নম্বর ওয়ার্ডে (দোয়াত কলম) আয়েশা রহমান লিলি, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে (দোয়াত কলম) তাসলিমা আক্তার আখি, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে (দোয়াত কলম) জান্নাতুল ফেরদাউস।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২৭৩ জন।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আরএ