ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

গোপালপু‌রে ইউপি উপ-নির্বাচনে চার ঘণ্টায় ১০ ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
গোপালপু‌রে ইউপি উপ-নির্বাচনে চার ঘণ্টায় ১০ ভোট

টাঙ্গাইল: টাঙ্গাই‌লের গোপালপু‌রে উপ নির্বাচ‌নে নগদা শিমলা ইউনিয়‌নে এক‌টি কে‌ন্দ্রে চার ঘণ্টায় মাত্র ১০ ভোট প‌ড়ে‌ছে। এরকম চিত্র ওই কে‌ন্দ্রের প্রত্যেক‌টি ক‌ক্ষের।

 

উপ‌জেলার নগদা শিমলা ইউনিয়‌নের ৩৮ নম্বর দ‌ক্ষিণপাথা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রের ভোটার উপ‌স্থিতি খুবই কম।

স‌রেজ‌মি‌নে জানা যায়, নগদা শিমলা ইউনিয়‌নের দ‌ক্ষিণপাথা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রে সকাল থে‌কেই ভোটার উপ‌স্থি‌তি কম। ইলেকট্রনিক ভো‌টিং মে‌শিনের ( ই‌ভিএম) মাধ‌্যমে সকাল ৮টা থে‌কে ভোটগ্রহণ শুরু হ‌য়ে‌ছে। এতে কে‌ন্দ্রের ১ নম্বর ক‌ক্ষে ৩৮৯ ভোটা‌রের ম‌ধ্যে ২৮‌টি ভোট, একই ক‌ক্ষের ৩৮৭ ভোটা‌রের মাধ‌্যমে ২৩‌টি ভোট। ৭ নম্বর ক‌ক্ষে ৩৯০ ভোটা‌রের ম‌ধ্যে ১০ ভোট, ৩ হাজার ৯৯১ ভোটের ম‌ধ্যে ১৬ ভোট, এছাড়া ৯ নম্বর ক‌ক্ষের ৩৮৮ ভোটের ম‌ধ্যে ১১ ভোট, একই ক‌ক্ষের ৩৯০ ভোদের ম‌ধ্যে ২০ ভোট প‌ড়ে‌ছে।  

দ‌ক্ষিণপাথা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রের পো‌লিং অফিসার জানান, উপ নির্বাচ‌নে ভোটার‌দের আগ্রহ খুবই কম তাই কে‌ন্দ্রে ভোটার কম। কে‌ন্দ্রে শুধু নৌকা প্রতী‌কের এজেন্ট র‌য়ে‌ছে আর কোনো প্রার্থীর এজেন্ট নেই।  

দ‌ক্ষিণপাথা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রের মো. মোজা‌ম্মেল হো‌সেন জানান, নৌকার প্রার্থীর এজেন্টসহ অন‌্যান‌্য প্রার্থী‌দের এজেন্ট থাকার জন‌্য ছ‌বি ও আইডি দি‌য়ে‌ছে। কিন্তু নৌকার এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট কে‌ন্দ্রে আসে‌নি। ত‌বে কেন্দ্রে ভোটার উপ‌স্থি‌তি কম র‌য়েছে। দুপু‌রের পর হয়ত ভোটার উপ‌স্থি‌তি বাড়‌বে।  

নগদা শিমলা ইউ‌নিয়‌ন নির্বাচ‌নে আনারস প্রতী‌কের প্রার্থী গোলাম মোস্তফা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, ভোটার‌দের রাস্তা থে‌কে আটকে দেওয়া হ‌চ্ছে। ভোটাররা কে‌ন্দ্রে আস‌তে পার‌ছে না তা‌দের ভয়ভী‌তি দেখা‌নো হ‌চ্ছে।  

জানা যায়, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান সোহেল ও আনারস প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা আঙ্গুর নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ইউনিয়ন ছাড়াও সদস্য পদে ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এবং মধুপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর০২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।