ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বিনোদন

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন সুমিত্রা সেন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর।

দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সুমিত্রা সেন। গত বছর ২১ ডিসেম্বর তার ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল শিল্পীর।

সম্প্রতি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুমিত্রা সেন। সোমবার (০২ ডিসেম্বর) রাতে বাড়িতে নিয়ে আসা হয় শিল্পীকে। বাড়ি থেকেই শিল্পীর চিকিৎসা চলবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। কিন্তু, মঙ্গলবার ভোর চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী।

রবীন্দ্রসঙ্গীতের জগতে অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে- ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।