ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই নায়িকার সঙ্গে বিপিএল দেখতে গেলেন আরিফিন শুভ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
দুই নায়িকার সঙ্গে বিপিএল দেখতে গেলেন আরিফিন শুভ  আরিফিন শুভর সঙ্গে সাদিয়া আন্দালিব নাবিলা ও জান্নাতুল ফেরদৌস ঐশী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ ম্যাচে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স বিপক্ষে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল মাঠে নেমেছে। এ ম্যাচে টস জিতে ব্যাটিং করছে ফরচুন বরিশাল।

ম্যাচটি সরাসরি দেখতে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। শুধু তাই নয় তার সঙ্গে রয়েছে দুই নায়িকা।

গ্যালারিতে শুভর দুই পাশে দুজন নায়িকাকে দেখা গেছে। তার হচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী ও সাদিয়া আন্দালিব নাবিলা।  

হঠাৎ কেন নায়িকাদের সঙ্গে বিপিএল-এর ম্যাচ দেখতে গেলেন শুভ? জানা গেছে, আসছে ১৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটিতে অভিনয় করেছেন তারা। মূলত সিনেমাটির প্রচারের জন্যই মাঠে হাজির হয়েছেন তারা। এ সময় সিনেমাটির কলাকুশলীরা তাদের সঙ্গে ছিলেন।  

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।  

সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।