ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২০ কোটি ডলারে গানের স্বত্ব বেচলেন জাস্টিন বিবার 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
২০ কোটি ডলারে গানের স্বত্ব বেচলেন জাস্টিন বিবার 

জনপ্রিয় কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার ২০ কোটি ডলারে হিপসোসিস সংস ক্যাপিটালের কাছে গানের স্বত্ব বিক্রি করেছেন বলে জানিয়েছে বিবিসি।  

এর মধ্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে বিবারের ‘বেবি’ ও ‘স্যরি’র মতো ঝড় তোলা গানগুলোর মালিকানা যাচ্ছে এই কোম্পানিটির কাছে।

 

একুশ শতকের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রি করা বিবার এখন তাদের দলে যোগ দিলেন, যারা তাদের গানের ক্যাটালগ অর্থের বিনিময়ে বেচে দিয়েছেন।  

এই পদক্ষেপের অর্থ হলো, হিপনোসিস বিবারের যেসব গানের মালিক, সেসব গান থেকে কোম্পানিটি অর্থ পেতে থাকবে।  

আর্থিক খাতের জায়ান্ট প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ও ব্রিটিশ হিপনোসিস সং ম্যানেজমেন্টের ১ বিলিয়ন ডলারের উদ্যোগের অংশ হিসেবে কোম্পানিটি বিবারের ২৯০টি গানের স্বত্ব নিয়ে নিল।  

২০২১ সালের ৩১ ডিসেম্বরের আগ পর্যন্ত প্রকাশিত সব গান ও তার লেখকের অংশ এই গান বিক্রির চুক্তিতে অন্তর্ভুক্ত।  

হিপনোসিস বিবারের গান বিক্রির চুক্তির শর্তাদি প্রকাশ করেনি। তবে একটি সূত্র এএফপিকে বলেছে, এই চুক্তিটি ২০ কোটি ডলারে হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet