ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার দিনে ‘পাঠান’র আয় ছাড়িয়েছে ৫০০ কোটি 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
চার দিনে ‘পাঠান’র আয় ছাড়িয়েছে ৫০০ কোটি 

শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পেয়েছে বুধবার (২৫ জানুয়ারি)। বর্তমানে বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। আর চতুর্থ দিনে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৫০০ কোটি টাকার ক্লাব।

বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির চতুর্থ দিনে শুধু ভারতে ‘পাঠান’ আয় করেছে ৫৫ কোটি রুপি। আর এ পর্যন্ত ভারতে সিনেমাটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ রুপি। চতুর্থ দিনে গিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৩৯ কোটি  ৯১ লাখ টাকার বেশি।

অন্যদিকে বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছেন, চার দিনে শুধু ভারতে ‘পাঠান’ আয় করেছে ২০০ কোটি রুপি। চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে সিনেমাটি।  

আদিত্য চোপড়া প্রযোজিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।