ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বীরকন্যা প্রীতিলতা’ ৫, ‘ভাগ্য’ মুক্তি পেল ২১ হলে 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
‘বীরকন্যা প্রীতিলতা’ ৫, ‘ভাগ্য’ মুক্তি পেল ২১ হলে  ‘বীরকন্যা প্রীতিলতা’ ও ‘ভাগ্য’র পোস্টার

দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এর একটি ‘বীরকন্যা প্রীতিলতা’, অন্যটি ‘ভাগ্য’।

এরমধ্যে নুসরাত ইমরোজ তিশা ও মনোজ প্রামাণিক অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পেয়েছে দেশের পাঁচটি হলে। এগুলো হচ্ছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও মিরপুর, ব্লকবাস্টার, সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), ও জয় সিনেমাস (নয়া বাজার)। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর ‘বীরকন্যা প্রীতিলতা’ নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছি এটি।

এদিকে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার ও মুন্না অভিনীত ‘ভাগ্য’ নির্মাণ করেছেন মাহাবুবুর রশীদ। এতে আরো অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ২১ হলে।  

সিনেমা হলগুলো হচ্ছে- ব্লকবাস্টার সিনেমাস (যমুনা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), চিত্রামহল (ঢাকা), আনন্দ (ঢাকা) গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (সাভার, শ্রীপুর), চাঁদমহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), পূরবী (ময়মনসিংহ), সুগন্ধা (চট্টগ্রাম), সংগীতা (খুলনা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), রূপকথা (পাবনা), নন্দিতা (সিলেট), মোহন (হবিগঞ্জ) ও ছন্দা (হাসানাবাদ)।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।