ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘ফারাজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘ফারাজ’

রাজধানী ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’ নামের সিনেমা। এটি নির্মাণ করেছেন হংসল মেহতা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিল্লি হাইকোর্ট সিনেমাটির মুক্তি স্থগিত চেয়ে করা আবেদন বাতিল করে দেয়। এই রায়ের পর সব সংকট কাটিয়ে শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ভারতের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।  

এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল এ সিনেমায় অভিনয় করেছেন। এটি তাদের অভিষেক চলচ্চিত্র।  

‘ফারাজ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।