ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হিন্দি সিনেমা আমদানির প্রতিবাদে ঝন্টু-হায়াতদের মানববন্ধন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
হিন্দি সিনেমা আমদানির প্রতিবাদে ঝন্টু-হায়াতদের মানববন্ধন

দেশে হিন্দি সিনেমার মুক্তি নিয়ে সরগরম ঢাকাই চলচ্চিত্রাঙ্গন। শুরু থেকেই দেশে হিন্দি ভাষার সিনেমা মুক্তির বিরোধিতা করে আসছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুসহ বেশ কয়েকজন শিল্পী, নির্মাতা-প্রযোজক।

তারই অংশ হিসেবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে হিন্দি সিনেমা আমদানির প্রতিবাদে মানববন্ধন করেন বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং খিজির হায়াত খানসহ অনেকে।

এই মানববন্ধনে বিভিন্ন দাবি উত্থাপন করেন তারা। হল মালিকদের বিরুদ্ধে অভিযোগ করে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, হল মালিকেরা হল ব্যবসায়ী। তারা আমাদের সিনেমা নামিয়ে দিয়ে পাঠান চালাতে চায়। পাঠান ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা। আর সেই সিনেমা আমাদের দেশে চলবে কেন? এই সিনেমা যারা আনতে চাচ্ছে তারা রাজাকারের থেকেও খারাপ। এই ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা আমাদের দেশে চলবে না।

নির্মাতা খিজির হায়াত খান বলেন, কিছুদিন আগে যারা কাফনের কাপড় পরে হিন্দি সিনেমার বিরুদ্ধে ছিলেন, তারাও আজ হিন্দি সিনেমা চালাতে চান। তারা আবার প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির নেতা। আমাদের নেতারা এই মুহূর্তে পিকনিক করেন। এই মুহূর্তে তারা কেন পিকনিক করবেন? তারা কেন আমাদের সঙ্গে নেই?

এই নির্মাতা বলেন, সামনে সিনেমা মুক্তি দেব হল পাই না আরা তারা পিকনিক করেন! সিনেমা বানিয়ে আমরা কি দোষ করেছি? দোষ করে থাকলে বলুন, আমরা সিনেমা বানানো বন্ধ করে দেব। আর হলে হিন্দি সিনেমাই চলুক।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে শাহরুখ খান-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।