ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

অবশেষে ‘আদম’ মুক্তির পূর্বাভাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
অবশেষে ‘আদম’ মুক্তির পূর্বাভাস ইয়াশ রোহান

নির্মাতা আবু তাওহীদ হিরণের প্রথমবার নির্মাণ করেছেন সিনেমা ‘আদম’। ২০১৮ সালের শেষের দিকে মংলা, সুন্দরবন, ময়মনসিংহ, জামালপুর  ও কুয়াকাটায় হয়েছিল সিনেমাটির শুটিং।

দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি ফাস্ট লুক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে মিললো মুক্তির পূর্বাভাস।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ হয়। এ বিষয়ে নির্মাতা জানান, ‘আদম’ সিনেমার যাবতীয় কাজ শেষ। ইতোমধ্যে মধ্যে সেন্সর বোর্ড থেকে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। সবকিছু গুছিয়ে শিগগিরই এটি মুক্তি দেওয়া হবে।

‘আদম’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।

আশির দশকের গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। ইয়াশ ও ঐশী ছাড়াও  এতে আরো অভিনয় করেছেন রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য এবং রাইসুল ইসলাম আসাদ।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।