ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

নাটকের সেটে ডলি জহুরের সম্মাননা প্রাপ্তি উদযাপন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
নাটকের সেটে ডলি জহুরের সম্মাননা প্রাপ্তি উদযাপন 

সদ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। এই আনন্দ ভাগাভাগি করে নিতে ধারাবাহিক নাটক ‘জবা’র শুটিং সেটে আয়োজিত হয় এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান।

সেখানে কেক কেটে ডলি জহুরের সম্মাননাকে উদযাপন করেন ধারাবাহিকটির নির্মাতা, কলাকুশলীরা।

নাটকটির প্রোডিউসার জাহিদুল ইসলাম বলেন, ধারাবাহিক নাটক ‘জবা’য় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। তার এমন উজ্জ্বল সাফল্যে আমরা গর্বিত।

‘জবা’ ধারাবাহিকটির পরিচালক আশিস রয়। এতে আরো অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়াসহ অনেকে।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান, সংলাপ কলিন রড্রিক এবং চিত্রনাট্য সম্পাদনায় আছেন নাসিমুল হাসান। দীপ্ত টিভিতে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।