ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো হাসপাতালে নাদিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
আবারো হাসপাতালে নাদিয়া সালহা খানম নাদিয়া

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিকমাধ্যমে তার পোস্ট থেকে জানা যায়, তিনি চেন্নাইয়ের এপোলো হাসপাতালে ভর্তি আছেন।

নাদিয়া লেখেন, প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। ’ তবে তার অসুস্থতার কারণ এখনো জানা যায়নি।

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময় অভিনেত্রী জানিয়েছিলেন, গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।  

কয়েকদিন হাসপাতাল থাকার পর সুস্থ হয়ে বাসায় ফেরার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। তার মাস দুয়েক না পেরোতেই আবারো হাসপাতালে ভর্তি হতে হলো নাদিয়াকে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩ 
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।