ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চলতি মাসেই আসছে ব্যান্ড ওয়ারফেজের নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
চলতি মাসেই আসছে ব্যান্ড ওয়ারফেজের নতুন গান

দীর্ঘদিন পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছে দেশের জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ‘ওয়ারফেজ’। স্বাধীনতার এ মাসেই প্রকাশ পাবে গানটি।

এর শিরোনাম ‘মা’।

গানটির গীতিকার নয়ীম গহর। কণ্ঠ ও সুর বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনায় ওয়ারফেজ। গানটি প্রকাশ করবে লয় রেকর্ডস।

ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, আমরা গত বছর বলেছিলাম ২০২৩ থেকে প্রতিনিয়ত গান রিলিজ করতে থাকব। সেই কথা অনুযায়ী আমরা একটা গান রিলিজ করছি। গানটি রিলিজ করার কথা ছিল জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। কিন্তু মার্চ যেহেতু স্বাধীনতার মাস, তাই মার্চ মাসেই রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি।

টিপু জানান, মা গানটি অফিশিয়ালি আগামী ২২ মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ওয়ারফেজ টিভিতে প্রকাশ হবে গানটি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।