ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি মনিরা মিঠু

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি হয়েছে। এতে খোয়া গেছে অলংকার টাকাসহ মূল্যবান সব জিনিসপত্র।

খবরটি সামাজিকমাধ্যমে মনিরা মিঠু নিজেই জানিয়েছেন।

সবাই হাসপাতালে থাকায় ফাঁকা ছিল মিঠুর বাসা। এই সুযোগেই হয়েছে চুরি। এমনটা উল্লেখ করে রোববার (০২ এপ্রিল) নিজের ফেসবুকে মিঠু লেখেন, বাসার সবাই হাসপাতালে ছিল আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস গহনা, টাকা সব চুরি হয়ে গেছে।

তবে এতে ভেঙে পড়েননি মিঠু। এমনটা উল্লেখ করে তিনি আরো লেখেন, মেরুদন্ড তো আমার একটাই, আল্লাহ তায়ালা সেই মেরুদন্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব, ইনশাআল্লাহ, আল্লাহ আমার উপর সহায় হবেন, আল্লাহ ভরসা।

মনিরা মিঠু এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি বড় পর্দায়ও বিচরণ রয়েছে তার। চরিত্রাভিনেত্রী হিসেবে দর্শক ও নির্মাতাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।