ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রশ্নে যা বললেন আরবাজ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রশ্নে যা বললেন আরবাজ খান

বলিউড সুপারস্টার সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের নতুন শাখা উদ্বোধন করতে ঢাকায় এলেন তার ভাই আরবাজ খান।  

শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডিস্থ শাখায় হাজির হন আরবাজ।

এরপর হাত তুলে শুভেচ্ছা জানান ঢাকাবাসীকে। বাংলায় বলেন, আমি তোমাকে ভালোবাসি।

আরবাজের বক্তব্যের এক পর্যায়ে কথা ওঠে সম্প্রতি ঢাকার বঙ্গবাজারে লাগা ভয়বহ অগ্নিকাণ্ডের। সেখানে আগুন লেগে হাজার হাজার কাপড়ের দোকান পুড়ে যাওয়ার ঘটনা জানা এ বলিউড অভিনেতার।

এ সময় প্রশ্ন ওঠে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত পোশাক ব্যবসায়ীদের কোনো সহায়তা করবে সালমানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’? 

জবাবে আরবাজ খান বলেন,  এটা একটা দাতব্য সংস্থা।  আমি ‘বিয়িং হিউম্যান’প্রতিষ্ঠানের কেবল প্রতিনিধি হিসেবে এসেছি। এর মূল দায়িত্বে রয়েছেন আমার ভাই সালমান খান ও বোন অর্পিতা। প্রতিষ্ঠানের ফান্ডিং বিষয়টি আমার দেখার বিষয় না। এটা সালমানের ব্যাপার। তিনি ব্যক্তিগতভাবেই দাতব্য সংস্থার আয়-ব্যয়ের হিসাবটি দেখেন। এ বিষয়ে আমার শতভাগ ধারণা নেই। তবে আমি ওই পরিবারের একজন। তাই আমি এটা করতে পারি   (বঙ্গবাজারের) বিষয়টি এ দুজনের সঙ্গে আলাপ করতে পারি। তাদের বলতে পারি, বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। অনেক পরিবার এতে অসহায় হয়ে পড়েছেন। এখনই সময় তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। এবং আমি নিশ্চিতভাবেই এ বিষয়ে প্রস্তাব রাখব সেখানে।

গত বছরের সেপ্টেম্বরে ঢাকার বনানীতে ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র প্রথম শাখা উদ্বোধন করা হয়। সে উদ্বোধনে এসেছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান। এবার এলেন বড় ভাই আরবাজ খান।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩    
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet