ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

সালমান খানকে ৩০ এপ্রিল হত্যার হুমকি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
সালমান খানকে ৩০ এপ্রিল হত্যার হুমকি! সালমান খান

আবারো মৃত্যুর হুমকি পেলেন বলিউড ভাইজান সালমান খান। এবারের হুমকি এসেছে রাজস্থানের এক ব্যক্তির কাছ থেকে।

মুম্বাই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এএনআই’কে মুম্বাই পুলিশ জানিয়েছে, পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন এসেছে। নিজেকে রকি ভাই পরিচয় দিয়ে সেই ব্যক্তি বলেছেন, সালমান খানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

পুলিশের সূত্রে ‘এএনআই’ আরো জানিয়েছে, যেই ব্যক্তি মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন দিয়ে হুমকি দিয়েছেন, তাকে আটক করে জিজ্ঞেসবাদের জন্য নেওয়া হয়েছে।

এর আগেও সালমান খান মৃত্যুর হুমকি পেয়েছেন। হুমকির কারণে অভিনেতার বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভক্তদের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তার জন্য ইতোমধ্যেই বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন এই অভিনেতা। সালমানকে বলা হয়েছে সব ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান, ভক্তদের সঙ্গে সংযোগ এড়িয়ে চলতে।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। এতে সালমানের নায়িকা পূহা হেগড়ে।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।