ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে বিস্ফোরণ, গুরুতর আহত সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
শুটিংয়ে বিস্ফোরণ, গুরুতর আহত সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত দুর্ঘটনার কবলে পড়েছেন। বোমা বিস্ফোরণের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সঞ্জয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার বেঙ্গালুরুতে কন্নড় সিনেমা ‘কেডি’র শুটিং করছিলেন সঞ্জয়। শুটিং চলছিল বোমা বিস্ফোরণের দৃশ্য। সেই বিস্ফোরণেই আহত হন সঞ্জয়।

এ বিষয়ে আরো জানা যায়, অভিনেতার কনুই, হাত ও মুখে আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গেই অভিনেতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপাতত শুটিং বন্ধ রয়েছে।

অ্যাকশন ডিরেক্টর ডক্টর রবি ভার্মাই ক্যামেরার নেপথ্য়ে ছিলেন। তবে ঠিক কীভাবে সঞ্জয় দত্ত আহত হলেন তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। সূত্র বলছে, আহত হলেও সঞ্জয় সুস্থ রয়েছে। খুব জলদিই তাকে ছেড়া দেওয়া হবে।

ক্য়ানসারের চিকিৎসার মাঝেই সঞ্জয় দত্ত আবারো শুটিংয়ে ফিরেছেন। তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। শাহরুখের ‘জাওয়ান’ সিনেমাতেও দেখা যাবে তাকে। শুধু তাই নয়, ‘হেরা ফেরি ৩’-তেও দেখা যাবে সঞ্জয় দত্তকে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।