ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

ষোলো আনা বাঙালিয়ানা লুকে নজরকাড়া মেহজাবিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
ষোলো আনা বাঙালিয়ানা লুকে নজরকাড়া মেহজাবিন মেহজাবিন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। প্রায় সময়ই সামাজিকমাধ্যমে সরব থাকেন তিনি।

শুক্রবার (১৪ এপ্রিল) সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

নিজে ফেসবুকে ছোটপর্দার এই বড় তারকা ষোলো আনা বাঙালিয়ানা বেশে একগুচ্ছ ছবি পোস্ট দিয়েছেন। সেখানে দেখা যায়, মেহজাবিনের পরনে রয়েছে বৈশাখের লাল-সাদা কম্বিনেশনের শাড়ি। হাতে লাল কাঁচের চুরি, সাদা ঝুল কানের দুল, কপালে ছোট লাল টিপ, চোখে কাজল এবং হালকা মেকআপ। খোলা চুলে পড়েছেন সাদা ফুল। ক্যামেরায় এমনই লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

ছবির ক্যাপশনে ছন্দে ছন্দে তিনি লেখেন, ‘বৈশাখ আসে, বৈশাখ আসে। স্বপ্নগুলো সত্য হবার কাছে। হাসি মিশে ঝকিমকি প্রতীক শোভা পাবে। শুভ পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা দেবে। ’

এদিকে মেহজাবিনের ওই পোস্টে তারকাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। অনেকে আবার তার সৌন্দর্যের প্রশংসায় হয়েছেন পঞ্চমুখ।

মেহজাবিন বর্তমানে ব্যস্ত আছেন ওটিটির কাজ নিয়ে। সেকারণে নাটক থেকে সরে গিয়েছেন। ফলে এবার ঈদে তার একটি নাটকও মুক্তি পাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।