ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

কনসার্ট করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
কনসার্ট করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস মাহফুজ আনাম জেমস

‘নগর বাউল’খ্যাত মাহফুজ আনাম জেমস মানেই অন্যরকম উন্মাদনা। এই গায়ক এবার কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

জানা গেছে, নর্থ মিয়ামি বিচে ১৮ বছর ধরে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলার। এবার ১৯তম আয়োজনে গান করবেন জেমস। ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে জেমসের সঙ্গে আরো গাইবেন বিন্দু কণা, সায়রা রেজা ও ভারতের প্রিয়ংবদা ব্যানার্জি।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে জানান, চলতি মাসের শেষ সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরো ১০টি স্টেটে আমাদের শো রয়েছে।

তিনি বলেন, কনসার্টের এই সংখ্যাটা আরো বাড়বে, কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকরাই যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই এক মাস দেশটিতে থাকব।

সবশেষ ঈদুল ফিতরের আগের রাতে অর্থাৎ‘চাঁদ রাতে’ প্রকাশ হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানের কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুরও করেছেন এই রকস্টার। এটি বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেল মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।