ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেষবারের মতো এফডিসিতে নায়ক ফারুক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
শেষবারের মতো এফডিসিতে নায়ক ফারুক আকবর হোসেন পাঠান ফারুক

পৃথিবীর মায়া ছেড়ে অনন্তলোকে চলে গেছেন ঢাকাই সিনেমার কিংবদিন্ত নায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। সোমবার  (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সেখান থেকে মঙ্গলবার (১৬ মে) সকালে তার মরদেহ দেশে আনা হয়েছে।

নায়ক ফারুকের মরদেহ দেশে আনার পর তার রাজধানীর উত্তরার নেওয়া হয়েছিল। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। যেখানে এই নায়ককে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

এখন নায়ক ফারুকের মরদেহ নিয়ে আসা হয়েছে তার সবচেয়ে প্রিয় জায়গা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। যেখানে তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার করেছেন তিনি। যেখানের মাটি তাকে এদেশের মানুষের কাছে রূপালি জগতের নায়ক হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

এবারে শেষবারের মতো তিনি এসেছেন প্রিয় বিএফডিসিতে। এফডিসির পরিবেশ এখন শোকস্তদ্ধ। তাকে শেষবারের মতো শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন সবাই। প্রিয় নায়ক ও সবার প্রিয় সহকর্মী নায়ক ফারুককে শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে এসেছেন অনেকে। সবাই যেন শোকে বাকরুদ্ধ।

ফারুকের মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান তুলসী জানান, বিএফডিসিতে বাদ যোহর জানাজার পর ফারুকের নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে বাদ আসর জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ জন্মস্থান কালীগঞ্জে। উপজেলার তুমালিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ফারুককে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।