ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

বাথরুমে পড়ে ছিল অভিনেতার মরদেহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ২৩, ২০২৩
বাথরুমে পড়ে ছিল অভিনেতার মরদেহ আদিত্য সিং রাজপুত

নিজের ফ্ল্যাটের বাথরুমে পাওয়া গেছে অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ।  সোমবার (২২ মে) বিকালে অভিনেতার মুম্বাইয়ের আন্ধেরির অ্যাপার্টমেন্টের বাথরুমে পড়েছিল মরদেহ।

তবে এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মৃত।  

আন্ধেরির ১১তলার একটি হাইরাইজ বিল্ডিংয়ে তিনি থাকতেন তিনি।

তার এক বন্ধু তাকে বাথরুমে পড়ে থাকতে দেখে ভবনের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে যান।  

সূত্রের মতে, বেশি মাত্রায় মাদক গ্রহণের কারণেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।  

আদিত্য সিং রাজপুত একজন মডেল এবং অভিনেতা হিসাবে কাজ শুরু করেছিলেন, এমনকি তার হাত ধরে বহু নতুন মুখ এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। একাধিক অভিনেতার সঙ্গে বহু ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন।

আদিত্য ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নেহি মারা’-র মতো সিনেমাতেও কাজ করেছেন। ৩০০টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। অংশ নিয়েছিলেন রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা ৯’ এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ এর মতো টিভি প্রজেক্টেও অংশ নিয়েছেন তিনি।

বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাউজের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বাই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ থ্রি পার্টিগুলোতেও তাকে প্রায়ই দেখা যেত।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।