আসন্ন ঈদুল আজহায় নতুন দুই সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে। এগুলো হলো- আলী জুলফিকার জাহেদীর ‘কাগজ’ এবং সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’।
ঈদের পর দিন দুপুর ১টায় প্রচার হবে ‘কাগজ’। যার গল্পে দেখা যাবে, একজন লেখক, যার একেকটি লেখার জন্ম হয় কোনো না কোনো ঘটনার মধ্যদিয়ে। সেই লেখকের জীবনের গল্প নিয়েই তৈরি থ্রিলার-রোমান্টিক ঘরানার এই সিনেমা। অভিনয়ে মামনুন ইমন, আইরিন সুলতানা, মাইমুনা মমসহ অনেকে।
অন্যদিকে, ঈদের তৃতীয় দিন দুপুর ১টায় প্রচার হবে ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’। এতে দেখানো যাবে, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ। পুলিশি অ্যাকশন ঘরনার এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, তাসকিন আহমেদসহ অনেকে।
এছাড়াও ঈদের সাতদিনে থাকেছে সৈকত নাসিরের পরিচালনায় সিনেমা ‘তালাশ’। এতে অভিনয় আদর আজাদ, শবনম বুবলী প্রমুখ। থাকছে আবু রায়হান জুয়েলের পরিচালনায় বাংলা সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরীমণি, আবু হুরায়রা তানভীর, আশীষ খন্দকার প্রমুখ।
প্রচার হবে- এফ আই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। এতে অভিনয় শাকিব খান, অপু বিশ্বাস। ফয়সাল আহমেদ ও সানী সানোয়ারের পরিচালিত ‘মিশন এক্সট্রিম’। এতে অভিনয় আরেফিন শুভ, ঐশী, মিশা সওদাগর প্রমুখ।
ঈদের অনুষ্ঠানে আশিকুর রহমানের পরিচালনায় সিনেমা ‘কিস্তিমাত’ও প্রচার হবে দীপ্ত টিভিতে। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ, আচল, মিশা সওদাগর প্রমুখ। থাকছে এম রাহিমের পরিচালিত সিনেমা ‘শান’। যেখানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি প্রমুখ।
এছাড়াও থাকছে মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’, কাজী হায়াতের ‘বীর’, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, শাহ মো: সংগ্রামের ‘বলবো কথা বাসর ঘরে’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত ‘তারকাঁটা’।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২০২৩
এনএটি