ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে এক ডজন নাটকে আলভী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুন ২২, ২০২৩
ঈদে এক ডজন নাটকে আলভী

আসছে কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত এক ডজন নাটকে দেখা যাবে এ সময়ের অভিনেতা যাহের আলভীকে। বর্তমানে নাটকগুলোর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

 

এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে, ‘কফি বয়’, ‘বুকটা জুড়ে বাবা’, ‘বউ মানে ঝাল’, ‘কোরিয়ান বয়ফ্রেন্ড’, ‘ভাই চাপে আছে’, ‘বেয়াইন আমার ক্রাশ’ ও ‘পিরিতের পেত্নী ভালো’।

নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে যাহের আলভী বলেন, ‘অভিনয় আমার ভালোলাগা, ভালোবাসা। গত কয়েকবছরের অন্যান্য ঈদে এর চেয়েও বেশি নাটক প্রচার হতো। তবে এখন গল্পের দিকে নজর দেওয়ায় কাজ কম করছি। যেসব নাটকে কাজ করছি গল্পগুলো অসাধারণ। প্রত্যেকটি নাটকে আমাকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে। প্রতিটি কাজই দর্শকের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ’

যাহের আলভী আরও বলেন, ‘এর আগেও আমার যে কাজগুলো প্রচারিত হয়েছে সেগুলোতে খুব ভালো প্রশংসা পেয়েছি। আমি গঠনমূলক সমালোচনা পছন্দ করি। কারণ, যারা আমার কাজের ভালো-খারাপ দিকগুলো বলে তারাই প্রকৃত দর্শক। আমি চাই আমার কাজের সমালোচনাও হোক। তাহলে পরবর্তী কাজে ভুলগুলো শুধরে নিতে পারব। ’

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।