ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ফ্লোর ঝাড় থেকে চা পরিবেশন’ জাহিদ হাসানের সংগ্রামের গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
‘ফ্লোর ঝাড় থেকে চা পরিবেশন’ জাহিদ হাসানের সংগ্রামের গল্প জাহিদ হাসান

মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র সব মাধ্যমেই সফল অভিনেতা জাহিদ হাসান। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার।

‘বিচ্ছু’র মত তুমুল জনপ্রিয় মঞ্চ নাটকেও অভিনয় করেছিলেন তিনি। অথচ শুরুতেই সব কিছু পেয়ে যাননি তিনি।

স্মৃতি রোমন্থন করে জাহিদ হাসান বলেন, আমি যখন মঞ্চে কাজ শুরু করি, শুরুতে ফ্লোর ঝাড় দিতাম। এরপর হয়তো কখনো শো’য়ের দিন টিকেট বিক্রি করতাম। তারপর চা পরিবেশন করতাম সবাইকে।

শূণ্য থেকে অনন্য হয়েছেন একজন জাহিদ হাসান। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’র বিশেষ পর্বে এবার অতিথির আসনে দেখা যাবে জাহিদ হাসানকে।

এই অনুষ্ঠানেই জাহিদ হাসান বলেন, শুধুমাত্র অভিনয়ের টানে পরিবারের সঙ্গে আমার অভিমানের জায়গা তৈরি হয়েছিল। নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও ঢাকা চলে এসেছিলাম অভিনয়ের প্রতি ভালোবাসায়। পরিবার থেকে হাত খরচের টাকা না নিয়ে ঢাকাতেই সংগ্রাম করে থাকতাম। সকাল-বিকাল-রাত পাউরুটির সঙ্গে গুড় দিয়ে খেতাম। ঐ দিনগুলোতে এত পাউরুটি খেয়েছি, এখন সেজন্য পাউরুটি মুখেই তুলতে পারি না।  

তিনি আরও বলেন, একটা সময় যাতায়াত ভাড়ার টাকা বাঁচানোর জন্য টিএসসি থেকে রামপুরা বিটিভি ভবনে হেঁটে হেটে যেতাম। নাটকের মহড়ায় ছিড়ে যাওয়া প্যান্ট আর গেঞ্জি পরে চলে যেতাম। অনেক বড় নাট্যজনরা কর্মশালা করাতে আসতেন। একটা ডায়েরি কেনারও পয়সা ছিল না। এক পাতার কাগজেই সব পয়েন্টগুলো টুকে রাখতাম। তখনই মনে হয়েছিল, অভিনয় অনুধাবনের বিষয়, অনুভবের বিষয়, সবকিছু কাগজে কলমে লেখার প্রয়োজন নেই।

১৯৯০ সালে প্রথম টিভি নাটক ‘জীবন যেমন’-এর জন্য জাহিদ হাসান পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১২০০ টাকা। আজ সেই জাহিদ হাসান এখন অন্যতম সফল ও জনপ্রিয় তারকা।

মাছরাঙা টেলিভিশনে ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচার হবে ঈদের ২য় দিন (৩০ জুন), সকাল ৭ টা থেকে ৯টা। রুম্মান রশীদ খান ও লাবণ্য’র উপস্থাপনায় ‘রাঙা সকাল’ প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।