ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের সঙ্গে আবার এক হচ্ছেন? যা বললেন অপু 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
শাকিবের সঙ্গে আবার এক হচ্ছেন? যা বললেন অপু 

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সংসার ভেঙেছে সিনেপ্রেমীরা তাদের বিয়ের খবর জানার আগেই।

২০১৭ সালের ১০ এপ্রিল কোলে সন্তান আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু।

 

সন্তানকে মেনে নিলেও অপুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন শাকিব। এরপর বিচ্ছেদের পথেই হাঁটেন দুজন।  

তার পর অনেকগুলো বছর কেটে গেলে আবারও একই খবরের শিরোনাম হন শাকিব। এবার অপুর জায়গায় অভিযোগ নিয়ে হাজির ঢাকাই সিনেমার আরেক নায়িকা শবনব বুবলী। গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব খানের আরেক সন্তান শেহজাদ খান বীরের ছবি।  

আব্রাম জয়ের মতোই বীরকেও নিজের সন্তানের স্বীকৃতি জানাতে কালক্ষেপণ করেননি শাকিব। তবে বুবলীর সঙ্গেও এক ছাদের তলায় থাকবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি।

এর পর থেকে অভিযোগ-পালটা অভিযোগে সময় কাটছে শাকিব-বুবলীর।  

এমন পরিস্থিতিতে নানান সময় শাকিবের প্রশংসাই শোনা গেছে তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের মুখে। বিষয়টি নজরে এসেছে শাকিবভক্তদের।  

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রটেছে ‘আবারও এক হচ্ছেন শাকিব-অপু!’।

এবার তা নিয়ে সরাসরি জবাব দিলেন অপু বিশ্বাস নিজেই। সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেন— আপনাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় তোমরা কি আবার মিলছো?

এই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, এটা একান্ত ব্যক্তিগত। ... যেটা সবচেয়ে সত্যি কথা, সেটি হচ্ছে— আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রাপথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।

এসব কথার মাঝেই উপস্থাপক অপুকে থামিয়ে প্রশ্ন করেন, ‘আপনারা এক হলে তো জানাবেন?’ এর জবাবে অপু বলেন, ‘হ্যাঁ’।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বর্তমানে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন অপু। সেই সাক্ষাৎকারে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে অপুর কাছে প্রশ্ন ছিল— ‘আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত?

সেই প্রশ্নের জবাব দিলেও অনেকটা এড়িয়েই গেছেন অপু। বললেন, ‘সেটি এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না। ’

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।