ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

আসছে মাহমুদ মুরাদের ‘অন্তর জানে মন জানে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
আসছে মাহমুদ মুরাদের ‘অন্তর জানে মন জানে’

ক্লোজআপ তারকা লায়লায় কণ্ঠে ‘অন্তরেতে দাগ লাগাইয়া’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। গানটির গীতিকার মাহমুদ মুরাদ।

এছাড়াও এই গীতিকবির লেখা বেশকিছু গান রয়েছে শ্রোতাদের মুখে মুখে।

এবার শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন মাহমুদ মুরাদ। আকাশ মাহমুদের সুর সংগীত ও কণ্ঠে এই গানের শিরোনাম ‘অন্তর জানে মন জানে’।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউটিউবে গানটি ভিডিও উন্মুক্ত হবে। এর ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ।  

গানটি সম্পর্কে মাহমুদ মুরাদ বলেন, আমার অন্যান্য গানের মতো নতুন এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে। গানের কথার চলনের সঙ্গে মিল রেখে দারুণ সুর করেছেন আকাশ মাহমুদ। আমার বিশ্বাসশ্রোতারা নিরাস হবে না।

গানটি সম্পর্কে সুরকার ও গায়ক আকাশ মাহমুদ বলেন, গানের কথা দারুণ। মুরাদ ভাই অসাধারণ লিখেছেন। আমি গানটি নিয়ে আশাবাদী।  

গীতিকার মাহমুদ মুরাদ জানান, ‘সব হারাইয়া কাঁদবি শেষে’ ও ‘নাগর’ শিরোনামে আরও দুটি নতুন গান একই ব্যানারে থেকে শিগগিরই প্রকাশ হবে। দুটি গানেই কন্ঠ দিয়েছেন লায়লা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।