ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইস্ক্রিনে আসছে ‘আমি কী তুমি’

রহস্য ঘনীভূত, এ কেমন লুকে মেহজাবীন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
রহস্য ঘনীভূত, এ কেমন লুকে মেহজাবীন?

চোখেমুখে বিস্ময়! কাজলে লেপ্টে থাকার চোখ গড়িয়ে পড়ছে পানি। মুখে অক্সিজেন মাস্ক।

মাথায় একগুচ্ছ ফুল- শুক্রবার (১৪ জুলাই) বিকেলে এমন রহস্যময় লুকেই দেখা গেল ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীনকে।

অন্তর্জালে তার এমন লুক দর্শকদের যেমননজর কেড়েছে তেমনি বেশ রহস্যের জন্ম দিয়েছে। নেটিজনরা বলছেন, এ কোন মেহজাবীন? 

জানা গেছে, দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ আসছে তাদের প্রথম অরিজিনাল কনটেন্ট ‘আমি কী তুমি’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

মূলত এই সিরিজটির লুক পোষ্টার প্রকাশ হয়েছে। যেখানে রহস্যময়ী রূপে হাজির হয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী।  

এ প্রসঙ্গে আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে ‘আমি কী তুমি’ আট পর্বের ওয়েব সিরিজে। যা শিগগির মুক্তি পাবে।

‘আমি কী তুমি’ ওয়েব সিরিজ বড় পরিসরে নির্মাণ করেছেন ভিকি জাহেদ। তিনি জানান, ১৭দিন শুটিং করেছেন, যা ওটিটি কনটেন্টের জন্য যথেষ্ট সময়।  

‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকি জাহেদ বলেন, থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।