ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আগের নায়িকারা কিন্তু শাকিবের বাচ্চার মা হননি: রত্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
আগের নায়িকারা কিন্তু শাকিবের বাচ্চার মা হননি: রত্না শাকিব খান-রত্না

‘শাকিব খানের নাম নিলেই যেকোনো শিল্পী ভাইরাল হয়ে যায়। ’- সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস এই মন্তব্য করেন।

তবে অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি। অপুর এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা রত্না।

তিনি সামাজিকমাধ্যমে এক পোস্টে লেখেন, শাকিব নাম নিলেই ভাইরাল হয়ে যায় যেকোনো শিল্পী! আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনোভাবে নিয়ে আসে! এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিৎ ছিল আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন। তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি! 

রত্না লেখেন, তাদের সময় কিন্তু কসমেটিকস সার্জারি এত সহজলভ্য ছিল না। তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না। মন্তব্য বুঝে করা উচিৎ। মনে রাখবেন, শাকিব খানের জন্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক-প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে। হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন। কিন্তু না রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে! সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়তো আরও ভালো আছেন!

রত্না আরও বলেন, প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারও তোষামোদ করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে- এটাই কাম্য।

চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে চিত্রনায়িকা রত্নার উপস্থিতি লক্ষ্য করা গেলেও দীর্ঘ দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। ২০০২ সালে ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি। সেলিম আজম পরিচালিত এ সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন তিনি।

কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করেন রত্না। ক্যারিয়ারের অর্ধশতর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।