ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আবারও আইটেম গানে ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
আবারও আইটেম গানে ফারিয়া নুসরাত ফারিয়া

গেল ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘কলিজা আর জান’ শিরোনামের আইটেম গানে দর্শক মাতিয়েছেন নুসরাত ফারিয়া। সেই ধারাবাহিকতায় আবারও আইটেম গার্ল হয়ে আসছেন তিনি।

তবে এবার দেশের কোনও সিনেমায় নয়, কলকাতার ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে কোমর দোলাবেন এই অভিনেত্রী।

‘মেনকা’ শিরোনামের গানের একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে সামাজিকমাধ্যমে। গানটিতে তার সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী।

রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ফেসবুকে প্রকাশিত পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘আবার প্রলয়’ ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন দর্শক। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ‘মেনকা’ গানটিতে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে- এ আশা করাই যায়।

আগামী ৪ আগস্ট গানটি উন্মুক্ত হবে। রাজ চক্রবর্তী পরিচালিত সিরিজে আরও অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডল। আসছে ১১ আগস্ট জি-ফাইভে মুক্তি পাবে সিরিজটি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।