ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তি পেল ‘গোয়িং হোম’ ও ‘মাইক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
মুক্তি পেল ‘গোয়িং হোম’ ও ‘মাইক’

কোরবানি ঈদের পর কেটে গেছে ছয় সপ্তাহ। এই সময়ে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি।

সেই বিরতি কাটিয়ে দেশের প্রেক্ষাগৃহে নতুন দুটি সিনেমা মুক্তি পেল শুক্রবার (১১ আগস্ট)।

এর একটি হলো নন্দিত অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানার পুত্র মাশরুর পারভেজের ‘গোয়িং হোম’। অন্যটি হলো সরকারি অনুদানে নির্মিত এফএম শাহীন পরিচালিত ‘মাইক’।

‘গোয়িং হোম’ নিয়ে মাশরুর পারভেজ বলেন, ‘একে “রাইয়ান”-এর শেষ অংশও বলা যেতে পারে। সিনেমার অনেকটা জুড়েই আমার জীবনের কাহিনি। আমার জীবনের কষ্টটা সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি। আসলে, এটা এক যুবকের গল্প। সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। তাকে খোঁজার গল্প। এর বাইরে ভিন্ন একটা গল্প আছে, সেটা দর্শক হলে গিয়ে জানতে পারবে।  

মাশরুর পারভেজ বলেন, আমিসহ যারা অভিনয় করেছেন, তারা সবাই প্রায় নতুন। আর বাবাকে (সোহেল রানা) অনেক চরিত্রে দেখা যাবে। এটা দর্শকের জন্য চমক।

‘গোয়িং হোম’ সিনেমাটি ইতোমমধ্যেই বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। আজ থেকে স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরায় চলবে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মাশরুর। অন্যান্য চরিত্রে রয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পী। অভিনয় করেছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুকসহ অনেকে।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’।

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তানভীন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।

‘মাইক’ চলচ্চিত্রের গল্পকার, প্রযোজক ও পরিচালক এফএম শাহীন বলেন, ‘মাইক’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে।  

 সারা দেশের ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি চলবে স্টার সিনেপ্লেক্স-বসুন্ধরা, ব্লকবাস্টার সিনেমা-যমুনা ফিউচার পার্ক, সিলভার স্ক্রিন-চট্টগ্রাম, লায়ন সিনেমা-কেরানীগঞ্জ, ফ্যান্টাসি আইল্যান্ড-উত্তরা দিয়াবাড়ি, আজাদ-পুরান ঢাকা, রুটস সিনে ক্লাব-সিরাজগঞ্জ, আনন্দ সিনেপ্লেক্স-নাটোর, গ্রান্ড সিলেট মুভি থিয়েটার-সিলেট।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।