ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তুলতুলকে ঘরে তুললেন ‘হাবু ভাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
তুলতুলকে ঘরে তুললেন ‘হাবু ভাই’

বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু’খ্যাত অভিনেতা চাষী আলম। কনের নাম মোহনা।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান শেষে কনেকে ঘরে তুলেছেন চাষী আলম।

এই আয়োজনে উপস্থিত ছিল চাষী আলমের কাছের লোকজন। দেখা গেছে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের অভিনয়শিল্পীদেরও।

চাষী আলম জানান, শুক্রবার গায়েহলুদের পরপরই কাবিন হয়ে গেছে। অনুষ্ঠানে সেভাবে মিডিয়ার মানুষজনকে দাওয়াত দেওয়া হয়নি। পরিবার ও আত্মীয়স্বজন মিলে ছোট পরিসরে করছি।

পারিবারিকভাবে বিয়ে হলেও মেয়ের সঙ্গে চাষীর পরিচয় প্রায় ছয় মাস আগে, উত্তরায়। হঠাৎ করেই এই পরিচয়। মেয়েটি তার অভিনয়ের ভক্ত ছিলেন। পরিচয়ের কিছুদিন পর থেকে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। মাঝেমধ্যে দেখাসাক্ষাৎও চলে। একটা পর্যায়ে চাষীর পরিবারের অন্যান্য সদস্য মেয়েটিকে দেখেন। তাদের পছন্দ হলে বিয়ের সিদ্ধান্ত নেন।  

চাষী আলমের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। তার মধ্যে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।