ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কী সুন্দর ব্যবহার, জায়েদ খান অসাধারণ মানুষ: সায়ন্তিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
কী সুন্দর ব্যবহার, জায়েদ খান অসাধারণ মানুষ: সায়ন্তিকা জায়েদ খান-সায়ন্তিকা ব্যানার্জি

কলকাতার ‘নাকাব’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন সায়ন্তিকা ব্যানার্জি। ২০১৮ সালে মুক্তি পায় পায় সিনমাটি।

এরপর আর শাকিব খানের সঙ্গে আর কাজ হয়নি এই অভিনেত্রীর। এবার বাংলাদেশে এসে অভিনয় করছেন জায়েদ খানের নায়িকা হয়ে।

সম্প্রতি ‘ছায়াবাজ’ নামের সেই সিনেমার একটি গানের দৃশ্য দিয়ে শুটিং শুরু হয়েছে কক্সবাজারে। যেখানে অংশ নিচ্ছেন সায়ন্তিকা। পারিবারিক গল্পের সিনেমাটিতে তার চরিত্রের নাম ডায়না। প্রথমবার বাংলাদেশে এসে শুটিং করছেন তিনি।  

এই অভিনেত্রী বলেন, প্রথমবার বাংলাদেশে এসেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গাটা। মনেই হচ্ছে না যে শুটিং করছি। মনে হচ্ছে, ছুটিতে ঘুরতে এসেছি এখানে।  

জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় এই নায়িকা বলেন, আমার নায়ক জায়েদ খানসহ সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। আগেও শুনেছি, এসে প্রমাণও পেলাম বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, আপ্যায়নের বিষয়ে কোনো কথা হবে না। এককথায় দারুণ।

সায়ন্তিকা আরও বলেন, বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তার! প্রথম দেখায়ই কথা বলে মনে হয়েছে, অসাধারণ মানুষ। যেকোনো শিল্পীর এটি অনেক বড় গুণ। আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে সেই গুণ আছে। হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন। আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন। আমিও চাই এটি।

‘নাকাব’র পর শাকিব খানের সঙ্গে আর কাজ হয়নি। তবে ভালো গল্প ও চরিত্রে শাকিব খানের বিপরীতে কাজের সুযোগ হলে অবশ্যই করতে চান সায়ন্তিকা।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।