ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডেঙ্গু আক্রান্ত নিলয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
ডেঙ্গু আক্রান্ত নিলয় নিলয় আলমগীর

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন এ অভিনেতা।

এরপর ডেঙ্গু পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তাই বাধ্য হয়ে শুটিং বন্ধ করে বিশ্রামে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন নিলয়।

অভিনেতা জানান, জ্বর যখন কমে আসলো তখন রিপোর্ট আসলো ডেঙ্গু পজেটিভ। প্লাটিলেট কমতে শুরু করেছে। ডাক্তার বলল- আরও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

নিলয় বলেন, খুব ইচ্ছা ছিল শুটিং শুরু করব কিন্তু সম্ভব হচ্ছে না। কবে শুরু করতে পারব সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো। সবার লসের জন্য সরি ছাড়া আর কিছু বলার নাই। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দিব।

নিলয় আলমগীর ২০০৯ সালে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন। এরপর থেকেই চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।