ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যেখানে সংসার টেকানো কঠিন, সেখানে আমাদের ১২ বছর: বর্ষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
যেখানে সংসার টেকানো কঠিন, সেখানে আমাদের ১২ বছর: বর্ষা আফিয়া নুসরাত বর্ষা

‘এই যুগে এসে সংসার টেকানো কত কঠিন একটা বিষয়, সেই জায়গায় আমরা ১২ বছর সংসার করছি। দুটি সন্তানও আছে আলহামদুলিল্লাহ।

এই ভালো জিনিসগুলো তুলে না ধরে, খারাপ জিনিসগুলো তুলে ধরছেন। ’- আক্ষেপের সুরে কথাগুলো বলেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পোশাক ব্র্যান্ডের ভুল নাম উচ্চারণ করে ট্রলের শিকার হন বর্ষা। সামাজিকমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তার এই বক্তব্যের মিমিক্রি করে নিজস্ব ফেসবুক পেজ বা ইউটিউবে প্রকাশ করছেন। এতেই ক্ষুব্ধ হয়েছেন তিনি।

এমন প্রসঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন তিনি। বর্ষা বলেন, আমি বর্ষা যথেষ্ট স্ট্রং ও পজিটিভ মাইন্ডের একজন মানুষ। মাঝে মাঝে মনে হচ্ছে, যতটুকু আমি নিতে পারি তার থেকে বেশি আমাকে পেয়ে বসছে মানুষ। যারা যেটা বলার না তারাও সেটি বলে বেড়াচ্ছে। আমার কাছে মনে হয়, তারা ফ্রন্টে আসতে চায়। পপুলারিটি বাড়াতে চায়। তারা ফেসবুক পেজ খুলেছে। ইনকাম করে। তা না হলে এত ভালো কিছু থাকা সত্ত্বেও কেন নেগেটিভ কথা বলবে?

এ সময় অনন্ত জলিলের সঙ্গে তার দাম্পত্য জীবন টিকিয়ে রাখা প্রসঙ্গটিও সামনে আনেন। বর্ষার ভাষ্য, মিডিয়াতে মানুষের যা অবস্থা! এই যুগে এসে সংসার টেকানো কত কঠিন একটা বিষয়, সেই জায়গায় আমরা ১২ বছর সংসার করছি। সেপ্টেম্বরের ২৩ তারিখ ১২ বছর পূর্ণ হবে। দুটি সন্তানও আছে আলহামদুলিল্লাহ। এই ভালো জিনিসগুলো তুলে না ধরে, খারাপ জিনিসগুলো তুলে ধরছেন। আমার পেছনে লেগে আছেন তারা। আমি কোন পোশাক পরেছি, কোন রেস্টুরেন্টে যাই, কী ব্র্যান্ডের কাপড় পরলাম, কোনটার নাম ভুল বললাম। যদিও এটা আসলে আমার কাছে কোনো ম্যাটার করে না।

পোশাক ব্র্যান্ডের ভুল উচ্চারণ নিয়ে বর্ষা বলেন, আমি গুচিকে ‘গুছি’ বললাম নাকি ‘ঘুষি’ বললাম- সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো এটা বলেই আজ ১২ বছর ব্র্যান্ডের দোকানে গিয়ে শপিং করি। যেখানে গিয়ে আমি প্রডাক্টটা কিনছি, তাদের তো সমস্যা হয় না আমার কথা বুঝতে।

এসব ট্রল আর মুখ বুঝে সহ্য করবেন না বর্ষা, নেবেন আইনি ব্যবস্থা। সে জন্য কয়েকটি ফেসবুক পেজ তালিকাভুক্ত করে রেখেছেন তিনি। নায়িকার ভাষ্য, কিছু মেয়ে আছে তাদের পেজগুলোতে এটা (ট্রল) করা হয়। আমি সব সময় মেয়েদের ভালো বলি। কারণ আমিও মেয়ে। কেন একটি মেয়ে অন্য মেয়েকে নিয়ে এসব কাজ করে তাদের পপুলারিটি বাড়াবেন? এ জন্য কয়েকটি পেজের লিস্ট করেছি। সামনে যদি সেখান থেকে ইচ্ছাকৃতভাবে নেতিবাচকভাবে আমাকে নিয়ে রিলস বা শর্টস বানায়, তাহলে সত্যিই তাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা কর।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।