ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ওটিটিতে কত টাকায় বিক্রি হলো ‘জওয়ান’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
ওটিটিতে কত টাকায় বিক্রি হলো ‘জওয়ান’?

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গেল ৭ সেপ্টেম্বর। মুক্তির পর প্রথম শো থেকে হাউজফুল যাচ্ছে এটি।

মুক্তির পাঁচ দিন পর আবেদন কমেনি সামান্যও। ইতোমধ্যেই আয়ের ঘরে ‘জওয়ান’ তুলে নিয়েছে ৫০০ কোটি।

এবার বলিউড বাদশা অভিনীত সিনেমাটির ওটিটি স্বত্ব চড়া দামে কিনে নিয়েছে নেটফ্লিক্স।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির পর থেকে দক্ষিণী সিনেমার কাছে কুপোকাত হতে হয় বলিউডকে। তবে সেই দৃশ্য পাল্টে দিয়েছেন শাহরুখ খান। হলগুলোতে রমরমা ব্যবসা করছে এই সিনেমা।

সেখানে আরও বলা হয়, খুব শিগগিরই এটি আসবে ওটিটিতে। ২৫০ কোটি রুপিতে ‘নেটফ্লিক্স’ কিনেছে ‘জওয়ান’ সিনেমার স্বত্ব। কবে ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এ সিনেমা, তা এখনও জানানো হয়নি।

অ্যাটলি নির্মিত সিনেমাটিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার ও সঞ্জিতা ভট্টাচার্যের মতো তারকারা। বিশেষ একটি চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোনও।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।