কলকাতার বাংলা টিভি পর্দার জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায়ের রয়েছে আরও একটি পরিচয়। একজন সফল নারী উদ্যোক্তা তিনি।
অভিনয়ের পাশাপাশি তিনি সময় দেন তার রেস্তোরাঁ ও শাড়ির ব্যবসায়। এবার নিজের শাড়ির ব্যবসায় নতুন মাত্রা যোগ করলেন জি বাংলার এই পরিচিত মুখ।
এবার ঢাকা থেকে হরেক ডিজাইনের, রঙের জামদানি শাড়ি কিনে নিয়ে কলকাতায় বিক্রি করছেন সুদীপা।
এজন্য বিজ্ঞাপনী প্রচারণাও চালিয়েছেন এ অভিনেত্রী। তবে তার সেই বিজ্ঞাপনী পোস্ট দেখে চক্ষু চড়কগাছ সবার। কারণ, অনেকের মতে, ঢাকাই জামদানি শাড়িগুলোর দাম অনেক হাঁকছেন তিনি।
সামাজিক মাধ্যমে শাড়ির ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘ঢাকাই জামদানি শাড়ি। ৫৫,০০০ থেকে ১,৩০,০০০ পর্যন্ত দাম। এ জিনিস সব সময় চাইলেই পাওয়া যায় না। বাংলাদেশের শাড়ি আজ রাতেই চলে যাবে ফেরত। এই কয়টা বাকি রয়ে গেছে। যদি কারো পছন্দ হয় এখনই পেমেন্ট করতে হবে। সব অরজিনাল ঢাকাই। ’
এতেই বিস্মিত কলকাতাবাসী। তাদের বক্তব্য, যে শাড়ি বাংলাদেশে পাওয়া যায় ১০-১৫ হাজার টাকায়। সেগুলোই সুদীপা কলকাতায় বিক্রি করতে দাম ধরছেন লাখ টাকা! তার কালেকশনের শাড়ির সর্বনিম্ন দাম ৫৫ হাজার টাকা। আর সর্বোচ্চ এক লাখ ৩০ হাজার টাকা।
সুদীপার সেই পোস্ট নিয়ে সমালোচনা, কটাক্ষের বন্যা বইয়েছেন অনেকে।
এক নেটিজেন লিখেছেন, ‘ম্যাডাম শাড়ির দাম লিখতে গিয়ে আপনি কয়েকটি শূন্য বেশি দিয়ে ফেলেছেন। ’ আবার এক নেটিজেন লিখেছেন, ‘এত দামি শাড়িগুলি আপনি কলকাতার জাদুঘরে রাখতে পারেন। ’
নেটিজেনদের একাংশকে আবার পাশেই পেয়েছেন সুদীপা। এদের মধ্যে একজন লিখেছেন, ‘যাদের শাড়ি সম্পর্কে কোনো জ্ঞান নেই তারাই এমন কথা বলেন। বাংলাদেশে ঢাকায় জামদানির দাম এমনই। ’
এদিকে সুদীপা জানিয়েছেন, তার সব শাড়িই নাকি বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসএএইচ