ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র  টাইটেল গানে দোলা-রিজান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র  টাইটেল গানে দোলা-রিজান

একক নাটক, টেলিফিল্ম নির্মাণ করলেও এবারই প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করছেন নিকুল কুমার মন্ডল। আর এ ধারাবাহিকের ‘টাইটেল সং’ লিখলেন গীতিকবি তারেক আনন্দ।

‘চারদিক অস্থির কেউ নাই স্থির, বেপরোয়া জীবন চলে না ধীর, মানুষ আর মানুষ নাই হয়ে গেছে যন্ত্র, বোঝে না জীবনের মূলমন্ত্র, এই হলো আমাদের আধুনিক কাল, সবাই শুধু হতে চায় ভাইরাল...। ’ চমৎকার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। কণ্ঠ দিয়েছেন দোলা। র‍্যাপ পার্ট গেয়েছেন রিজান।  

ভাইরাল ফ্যামিলি ধারাবাহিকে অভিনয় করেছেন ডলি জহুর, মীর সাব্বির, আনিকা কবির শখ, আব্দুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম, শেলি আহসান, ডিকন নূর, নরেশ ভুইয়া, ফরহান লিমন, আনোয়ার আহমেদ, সময় মন্ডল, খান আতিক প্রমুখ।

পরিচালক নিকুল কুমার মন্ডল জানান, একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগির নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এনটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।