ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়িকার মাথায় বন্দুক ঠেকিয়ে লাখ টাকা লুট!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
নায়িকার মাথায় বন্দুক ঠেকিয়ে লাখ টাকা লুট! নিকিতা রাওয়াল

নিজের বাড়িতেই বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়ালের মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে। এমন অভিযোগ তারই বাড়ির কর্মচারীর নামে।

ইতোমধ্যেই পুলিশের কাছে এ বিষয়ে জানিয়ে অভিযোগ দায়ের করেছেন নিকিতা।

তার দাবি, কয়েকজন দুষ্কৃতিকারী (এদের মধ্যে নিকিতার বাড়ির কর্মচারীও শামিল ছিল) তাকে সাড়ে তিন লাখ টাকা না দিলে খুন করার হুমকি দেয়। প্রাণ বাঁচাতে সেই মুহূর্তে তিনি টাকা দিয়েও দেন। পরবর্তীতে অভিনেত্রী থানায় অভিযোগ দায়ের করেন।

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে নিকিতা রাওয়াল জানান, তিনি হতবাক হয়ে গিয়েছিলেন ঘটনার আকস্মিকতায়। তার নিজের বাড়ির কর্মচারী এমন কাজ করতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি।

বলিউড এবং দক্ষিণের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী নিকিতা রাওয়াল। তবে অভিনয় ছাড়াও সামাজিকমাধ্যমে সক্রিয়তার জন্য বেশ জনপ্রিয় তিনি। বিভিন্ন সাহসী পোশাকে প্রায়ই ছবি পোস্ট করে থাকেন এ অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।