ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কোক স্টুডিও বাংলা কনসার্ট: মানতে হবে যেসব নির্দেশনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
কোক স্টুডিও বাংলা কনসার্ট: মানতে হবে যেসব নির্দেশনা

‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্টের দ্বিতীয় সংস্করণের জন্য প্রস্তুত হচ্ছে কোক স্টুডিও বাংলা। ‘নাসেক নাসেক’র ছন্দ থেকে শুরু করে ‘কথা কইয়ো না’র জাদুকরী সুর- কোক স্টুডিও বাংলা’র শিল্পীদের অসাধারণ পারফরম্যান্সের সঙ্গে শ্রোতারা পাবেন একটি চমৎকার কনসার্টের অভিজ্ঞতা।

আসছে ১০ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টায় শুরু হবে, তবে গেট খুলে যাবে দুপুর ১ টা ৩০ মিনিটে। মূল আয়োজনের আগে বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো, এই সময়ে ভেন্যুতে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।

দর্শকদের কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে লাইনআপে থাকছেন- শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতুরাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা তালেব), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা এবং অনুরাধা মণ্ডল। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকছে হাতিরপুল সেশনস এবং লালন।

এদিকে, কনসার্টে আগত দর্শকদের মানতে হবে বেশ কিছু নির্দেশনা। চলুন জেনে নেই ভেন্যুর শর্তাবলীগুলো:

•     এই অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য আপনার সঙ্গে টিকেট থাকতে হবে। ভেন্যুতে প্রবেশ করার জন্য অবশ্যই টিকেটের ডিজিটাল/প্রিন্ট কপি সাথে রাখুন।  
•    শুধু টিকেটধারীদের জন্যই প্রবেশ সংরক্ষিত থাকবে।  
•    টিকেট একবার যাচাই করা হয়ে গেলে, ভেন্যুতে প্রবেশের জন্য সেই টিকেট পুনরায় ব্যবহার করা যাবে না।  
•    ১৩ বছরের কম বয়সী শিশুরা কনসার্টে প্রবেশ করতে পারবে না।  
•    ভেন্যুতে বড় ব্যাগ/ব্যাকপ্যাক নিয়ে প্রবেশ করা যাবে না। ছোট পার্স বা ওয়ালেট নিয়ে প্রবেশ করা যাবে।  
•    বাইরে থেকে খাবার ও পানীয় আনা যাবে না। ভেন্যুর ফুড কোর্টে খাবার ও পানি পাওয়া যাবে।  
•    ভেন্যুতে কেনা খাবার ও পানীয় (পানির বোতল ছাড়া) শুধু ফুড কোর্টেই খাওয়া যাবে।  
•    ভেন্যুতে গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থা থাকবে না।  
•   ভেন্যুতে ধূমপান, মদ্যপান, মাদক গ্রহণ অথবা অন্য কোনো বেআইনি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এমন কাজ করলে তাকে বিচারের জন্য আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।  
•    নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা তল্লাশি চালাতে পারেন এবং অনুষ্ঠানস্থল বা অনুষ্ঠানস্থলে উপস্থিত যেকোনো ব্যক্তির জন্য বিপদ সৃষ্টি করতে পারে বা অনুষ্ঠানকে ব্যাহত করতে পারে এমন কোনো জিনিস বাজেয়াপ্ত করতে পারে।
•    নিষিদ্ধ বস্তু: ল্যাপটপ, চার্জার, প্রফেশনাল ক্যামেরা, বড় ব্যাগ, লাইটার, ম্যাচবক্স, ই-সিগারেট, সিগারেট, অস্ত্র এবং ধারালো বস্তু।  
•    প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো অনিবার্য ঘটনার ক্ষেত্রে কর্তৃপক্ষ নতুন ভেন্যু নির্ধারণ করতে পারেন।  
•    সম্পত্তি বা ব্যক্তিগত জিনিসপত্রের কোনো ক্ষতি বা চুরির ঘটনায় আয়োজক কর্তৃপক্ষ কোনো দায় নেবে না।  
•   আয়োজকরা তাদের বিবেচনার ভিত্তিতে ভেন্যুতে নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত কোনো ব্যক্তি, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো উপাদান, অনুপযুক্ত বা ভেন্যুতে নিরাপত্তার সমস্যা তৈরি করতে পারে এমন কোনো আচরণকারী ব্যক্তিকে ভেন্যুতে প্রবেশ করতে না দেওয়া কিংবা তাদের সেখান থেকে সরানোর অধিকার রাখে।  
•    ভেন্যুটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে, সেখানে ফিল্ম ক্যামেরাও থাকবে।  
•    ভেন্যু বা টিকেটের ব্যাপারে কোনো সমস্যা দেখা দিলে এ ব্যাপারে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।  
•    এই শর্তাবলী তৈরি, এর বৈধতা, ব্যাখ্যা এবং প্রয়োগযোগ্যতা বা টিকিটধারী অথবা এই অনুষ্ঠানের আয়োজকদের অধিকার এবং বাধ্যবাধকতা সম্পর্কিত সমস্ত সমস্যা এবং প্রশ্ন বাংলাদেশের আইন অনুসারে পরিচালিত হবে এবং নির্ণয় করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।