ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নেটফ্লিক্সেও ‘জওয়ান’র রেকর্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
নেটফ্লিক্সেও ‘জওয়ান’র রেকর্ড শাহরুখ খান-নয়নতারা

মুক্তির পর বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। এবার অন্তর্জালেও দাপট দেখালো অ্যাটলি কুমার নির্মিত সিনেমাটি।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পর মাত্র দুই সপ্তাহেই সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড গড়েছে এটি।

গেল ২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘জওয়ান’র এক্সটেন্ডেড ভার্সন। এর পরই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। যার ফলে এটিই এখন নেটফ্লিক্সে ভারতের সবচেয়ে বেশি ভিউয়ের সিনেমা।

মঙ্গলবার (২১ নভেম্বর) এক বার্তায় বিষয়টি জানিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, বিক্রম রাঠোর (সিনেমাতে শাহরুখের চরিত্রের নাম) আমাদের হৃদয় ও রেকর্ড হাইজ্যাক করে ফেলেছে। সব ভাষার সিনেমার মধ্যে ‘জওয়ান’ এখন ভারতে সবচেয়ে বেশি দেখা সিনেমা, তাও মুক্তির কেবল দুই সপ্তাহের মধ্যে।

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’-এ শাহরুখ খানের নায়িকা হিসেবে আছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে দেখা দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।