ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

দুবাই যাচ্ছেন ডিপজলসহ একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
দুবাই যাচ্ছেন ডিপজলসহ একঝাঁক তারকা মনোয়ার হোসেন ডিপজল

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রথমবার দেশের বাইরে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।

তিনি ছাড়াও এই আয়োজনে অংশ নেবেন দেশের শোবিজের একঝাঁক তারকা।

জানা গেছে, পঞ্চম ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩’-এ অংশ নিতে দুবাই যাচ্ছেন তারা। সেখানে অংশ নেওয়া তারকাদের মধ্যে ডিপজল ছাড়াও আরও রয়েছেন আসিফ, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, মেহজাবীন চৌধুরী, আফরান নিশো, নিরব, ইধিকা পাল, মুশ‌ফিক আর ফারহান, তৌসিফ মাহবুব, কোনালসহ আরও অনেকে।

এদিকে দুবাইয়ের স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে ডিপজল জানান, এমন একটা আয়োজনে অংশ নিতে যাচ্ছি-এ জন্য খুব ভালো লাগছে। বিভিন্ন সময়ে ভিন্ন কারণে দুবাই যাওয়া হয়েছে। তবে এবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। সেখানে যেসব প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের আনন্দ দিতে পারব, এটা আমার জন্য ভালোলাগার একটা ব্যাপার।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানটি আগামী ১৬ ডিসেম্বর দুবাইয়ের সালা‌দিন রোডের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।