ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘তুফান’ নিয়ে আসছেন শাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
‘তুফান’ নিয়ে আসছেন শাকিব

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আলোচিত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় বড় পর্দায় আসছেন। সিনেমার নাম ‘তুফান’।

 

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। সঙ্গে প্রকাশ করা হয় ‘তুফান’ সিনেমার পোস্টার।

বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা সংস্থা- চরকি, আলফা আই এবং এসভিএফ সমন্বয়ে বড় পরিসরে সিনেমাটি নির্মাণ হবে।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রাফী বলেন, ‘তুফান অ্যাকশন এবং ড্রামা ঘরানার ছবি। একটি ভালো সিনেমা করার জন্য সবকিছুই ভালো হওয়া দরকার। আপনাদের সুপারস্টারকে নতুন রূপে দেখতে পারবেন। ’

চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘আমরা সবাই খুব এক্সাইটেড। আমি খুব খুশি এই সিনেমার সঙ্গে থাকতে পেরে। কারণ এটা এমন এক সিনেমা হতে যাচ্ছে যেটা দেশে ও দেশের বাইরে মানুষকে এই সিনেমা নিয়ে আলাদাভাবে গর্বিত করবে। আমাদের সিনেমা কতোদূর এগিয়ে গেছে এটা ভেবেই। ’ 

এই অভিনেতা আরও বলেন, ‘আমরা যদি ভারতের দক্ষিণী ও বলিউডের দিকে তাকাই, তারা কিন্তু এক হয়ে কাজ করছে। একত্র হয়েই বিশ্ববাজারে তারা নিজেদের সিনেমা তুলে ধরছে। আমিও এই স্বপ্নটা দেখতাম; দেশের সিনেমা কীভাবে অন্যান্য দেশে নিয়ে যাওয়া যায়। গত কোরবানির ঈদে কিন্তু সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেশের বাইরেও আমাদের ছবি সাফল্য পেয়েছে। আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি, ১০০ কোটির ক্লাবে কবে যাবো। ওই দিন বেশি দূরে নয়। ’

আগামী বছরের ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুফান’।  

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।