ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

বিনোদন

নতুন সিনেমার খবর জানালেন প্রিয়াঙ্কা চোপড়া 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, মার্চ ২, ২০২৪
নতুন সিনেমার খবর জানালেন প্রিয়াঙ্কা চোপড়া 

বলিউডে জনপ্রিয়তার চূড়ায় থাকার পরও প্রিয়াঙ্কা চোপড়া চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। বলিউড দাপিয়ে বেড়ানো অভিনেত্রীকে এখন সিনেমায় দেখা যায় না বললেই চলে।

অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। বহুদিন পর অভিনেত্রী দিলেন নতুন সিনেমার খবর।

প্রিয়াঙ্কার নতুন সিনেমার নাম ‘দ্য ব্লাফ’। এতে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে কার্ল আরবানকে। শনিবার (০২ মার্চ) ইনস্টাগ্রামে খবরটি নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী মার্ক টোয়াইনের একটি উক্তি লিখেছেন। পোস্টটি নিক জোনাসও শেয়ার করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি।

জানা গেছে, ‘দ্য ব্লাফ’-এ  একজন সাবেক জলদস্যুর ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। নিজের অতীত পাপের পরিণতি থেকে পরিবারকে রক্ষা করার লক্ষ্য নিয়ে লড়তে দেখা যাবে তাকে।

জানা গেছে, সিনেমাটি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এটি পরিচালনা করছেন ফ্র্যাঙ্ক ই ফ্লোয়ার্স। প্রিয়াঙ্কা ছাড়াও প্রযোজনায় আছেন আন্থনি রুশো, জো রুশো, অ্যাঞ্জেলা রুশো-ওটস্টট এবং মাইকেল ডিস্কো।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।