ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কন্যাসন্তানের মা হলেন মৌসুমী নাগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
কন্যাসন্তানের মা হলেন মৌসুমী নাগ

এবার কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ। রোববার (১০ মার্চ) একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়।

মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবকে বিয়ে করেন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়।  

এদিকে কন্যাসন্তানের মা হওয়া প্রসঙ্গে মৌসুমী নাগ বলেন, শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। অনেক ভালো লাগছে। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।

এ অভিনেত্রী জানান, তার কন্যার নাম নীতিরি রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হবে ডাক নাম। তবে পরিবারের সবাই মিলে পুরো নাম ঠিক করা হবে।

ছোট পর্দা দিয়ে শোবিজ অঙ্গনে কাজ শুরু করেন মৌসুমী নাগ। কাজ করেছেন বিজ্ঞানচিত্রেও। ‘রান আউট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও তার অভিষেক ঘটে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।