ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিয়ামের জন্মদিনে পরীমণির আবেগঘন পোস্ট  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
সিয়ামের জন্মদিনে পরীমণির আবেগঘন পোস্ট  

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের জন্মদিন আজ। শুক্রবার (২৯ মার্চ) ৩৪ বছরে পা রাখলেন এ অভিনেতা।

 

আর তাকে জন্মদিনে শুভেচ্ছায় ভাসাতে কার্পণ্য করছেন না ভক্ত-অনুরাগী থেকে শুরু করে তারকা সহকর্মীরাও।  

তাদের সঙ্গে এক হলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিও।

সিয়ামের বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন এ নায়িকা।  

শুক্রবার (২৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে সিয়ামের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ডিয়ার সিয়াম আহমেদ, আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাব। এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমোরি। প্রতিবছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিকভাবে সখ্য বাড়ছে। ’

নিজের দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি আরও লেখেন, ‘আমরা দুজনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ। ’

সিয়ামকে প্রশংসায় ভাসান পরী। লেখেন, ‘আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচো। হ্যাপি বার্থডে। ’

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি পোস্টটি শেয়ার করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা হুমড়ি খেয়ে পড়ছেন মন্তব্যে সিয়ামকে শুভেচ্ছা জানাতে। জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করছেন অভিনেতাকে।

উল্লেখ্য, সিয়ামের সঙ্গে দারুণ বন্ধুত্বের সম্পর্ক পরীমণির। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন দুজনে। তখন থেকে শুরু হওয়া বন্ধুত্ব অটুট রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।