ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভোটাধিকার ফিরে পেয়েই ডিপজল-নিপুণের বিপরীতে লড়ার ঘোষণা শ্রাবণের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
ভোটাধিকার ফিরে পেয়েই ডিপজল-নিপুণের বিপরীতে লড়ার ঘোষণা শ্রাবণের

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছিল চিত্রনায়ক শ্রাবণ শাহকে। ভোটার তালিকায় নিজের নাম না দেখে এ অভিনেতা জানান, আমি নিয়মিত সমিতির চাঁদা পরিশোধ করেছি তবুও, তালিকায় আমার নাম না দেখে হতাশ হই।

এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে অবশেষে ভোটার অধিকার ফিরে পান শ্রাবণ। নিজের অধিকার ফিরে পেয়ে মনোয়ার হোসেন ডিপজল নিপুণ আক্তারের বিপরীতে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিলেন তিনি। রোববার (৩১ মার্চ) দুপুরে মনোনয়ন ফরম কিনে এমন ঘোষণা দেন শ্রাবণ।

এ সময় তিনি বলেন, আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমার সঙ্গে যখন নোংরামি হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব। লড়ার মতো লড়াতে চাই। সবাই পাশে থাকবেন।

শ্রাবণ পরীমণির সঙ্গে ‘আপন মানুষ’ চলচ্চিত্র করে আলোচনায় আসেন। সর্বশেষ কাজী হায়াতের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলা’তে অভিনয় করেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এনএটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।