ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিনোদন

মনোনয়নপত্র জমার দিনে এফডিসিতে উৎসবের আমেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, এপ্রিল ২, ২০২৪
মনোনয়নপত্র জমার দিনে এফডিসিতে উৎসবের আমেজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। নির্বাচন ঘিরে জমে উঠেছে চলচ্চিত্রপাড়া।

মঙ্গলবার (২ এপ্রিল) মনোনয়নপত্র জমা দিয়েছেন মিশা সওদাগর-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণের প্যানেলের সদস্যরা। মনোনয়নপত্র জমা ঘিরে এফডিসিতে বইছে উৎসবের আমেজ।

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বিএফডিসিতে এলে তাকে ঘিরে ডিপজল-মিশা জয়ধ্বনিতে মুখরিত হতে থাকে চারদিক। মিছিল দিয়ে তাদের বরণ করেন শিল্পীরা।

এ সময় ডিপজল বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই মিলে আনন্দ করে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা করছি যা ইন্ডাস্ট্রিকে ভালোর দিকে নিয়ে যাবে। ’

সভাপতি প্রার্থী মিশা বলেন, ‘মনোনয়ন জমা দিয়েছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবে। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত। ’

মিশা-ডিপজলের প্যানেলের বিপরীতে মাহমুদ কলি ও নিপুণ আক্তার নির্বাচনে লড়বেন। তারাও আজ মনোননয় জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন অমিত হাসান, রিয়াজ,  বাপ্পি চৌধুরীসহ একঝাঁক শিল্পী।

নিপুণ বলেন, ‘মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবেন। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত। ’ 

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।