ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে মহল্লার সিনিয়র গুন্ডা হবেন আসিফ! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
ঈদে মহল্লার সিনিয়র গুন্ডা হবেন আসিফ! 

ঈদের আনন্দে জনপ্রিয় গায়ক আসিফ আকবর হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘জানেমান’।

জিশান খান শুভর কথা ও সুরে এই গানের সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটি রোজার ঈদে প্রকাশ হবে আসিফ আকবর চ্যানেল থেকে।

গানটির বিস্তারিত ফেসবুকে জানিয়েছেন আসিফ। তিনি লেখেন, চব্বিশ বছর জিশান খান শুভ গায়ক হিসেবে পরিচিত। তিনবছর আগে এই জিনিয়াস আমার জন্মদিনে একটা গান উপহার দিয়েছিল তার কথা ও সুরে। সেই গানটি অবশেষে গাইলাম। আদিব কবির তেইশ বছর বয়সি কম্পোজার। আদিবের বাবা প্রয়াত সুজাত কবির ছিলেন আমার ক্যারিয়ারের শুরুতে পাওয়া একজন গুণী সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ভালো মানুষ। সুজাত ভাইয়ের ছেলের কম্পোজিশানে গাইতে পেরে নিজেরই ভালো লাগছে।  

তিনি আরও জানান, চব্বিশ বছর বয়সি রাজ বিশ্বাস শংকর ট্যালেন্টেড ভিডিও মেকার। জানেমান- টাইটেলের গানটির টোটাল প্রজেকশনে সম্পৃক্ত কুশলীরা বয়সে আমার ছেলেদের চেয়ে ছোট। চটুল গান গাওয়া বন্ধ করেছি আরো আগেই। কিছুটা ইতস্তত হলেও জিশান- আদিব- রাজের কেমিস্ট্রিতে চটুল ধারার জানেমান গানটি গেয়েই ফেললাম।  

গানেে ভিডিওতে অংশ নেওয়া প্রসঙ্গে আসিফ জানান, ভিডিওতে শর্ত দিয়েছিলাম লিপ পার্ট করব না, শুটিংয়েও থাকব না। তারপরও মায়ায় পড়ে শুটিংয়ে অংশ নিয়েছি।

এ বিষয়ে আসিফ আরও যোগ করেন, মহল্লার দায়িত্বশীল সিনিয়র গুন্ডা হিসেবে রোল প্লে করেছি। টোটাল প্রজেকশনে আছে তারুণ্যের ছোঁয়া। অভিনয়ের প্রণমী, জেরী, তাহা কৈশোর পেরিয়ে সদ্য তরুণ হয়েছে। কমেডি ধাঁচের এ মিউজিক ভিডিও একটু অস্বস্তি নিয়ে করলেও এখন ভালোই লাগছে। একঝাঁক তরুণের সঙ্গে থাকছি তাদের ডাবল বয়সী আমি। এটাও একটা প্রাপ্তি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।