ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চিত্রনাট্য বিতর্কে ‘ময়দান’ মুক্তিতে স্থগিতাদেশ, বিবৃতি দিলেন নির্মাতারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
চিত্রনাট্য বিতর্কে ‘ময়দান’ মুক্তিতে স্থগিতাদেশ, বিবৃতি দিলেন নির্মাতারা

ঈদের দিন (বৃহস্পতিবার, ১১ এপ্রিল) ভারতে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমা ‘ময়দান’। তবে সিনেমাটি মুক্তির আগেই নির্মাতাদের পাঠানো হয়েছিল আইনি নোটিশ।

কর্ণাটকের চিত্রনাট্যকার অনিল কুমার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তার লেখা গল্প ‘চুরি’ করা হয়েছে এমন দাবি জানিয়ে তিনি এ পদক্ষেপ নিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আদালত সিনেমাটি মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করে।

আদালতের সেই রায়ের প্রসঙ্গে বিবৃতি প্রকাশ করেছেন ‘ময়দান’ সিনেমার নির্মাতারা।

‘ময়দান’ সিনেমার প্রযোজক বনি কাপুর তার প্রযোজনা সংস্থা ‘বেভিউ প্রজেক্ট এলএলপি’ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিবৃতিটি প্রকাশ করেন। সেখানে তারা দাবি করেছেন, তাদের না জানিয়েই আদালত এই স্থগিতাদেশ জারি করেছে। অভিযোগ করা হয়েছে, জেলা আদালত এক পক্ষের বক্তব্য শুনেই এই রায় দিয়েছেন। আমাদের কথা শোনা হয়নি।

সেইসঙ্গে নির্মাতাদের দাবি, ‘ছবি মুক্তির পর এমন কোনো রায় দেওয়া হলে সেটি বেআইনি হবে। ’ এ রায়কে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে মামলা করবেন বলেও জানিয়েছেন।

 

@ZeeStudios_ pic.twitter.com/2C8EThwhSa

— BayViewProjectsLLP (@BayViewProjOffl) April 10, 2024

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।