ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নামাজ ও চিল্লায় ব্যস্ত সময় কাটছে নায়ক মেহেদির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
নামাজ ও চিল্লায় ব্যস্ত সময় কাটছে নায়ক মেহেদির

এক সময়ের দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ছিলেন মেহেদি। পাগল মন চলচ্চিত্র দিয়ে নিজের আলো ছড়িয়েছিলেন।

এরপর অনেক সফল সিনেমায় অভিনয় করলেও বিতর্কও কম ছড়াননি।  

অনেক দিন ধরেই চলচ্চিত্রের আঙিনায় তাকে দেখা যায় না। শুক্রবার (১৯ এপ্রিল) তাকে দেখা গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে।

চলচ্চিত্র থেকে একেবারে সম্পর্ক চুকিয়ে না দিলেও তিনি এখন ধর্মীয় কাজে মনোনিবেশ করেছেন। বললেন, এখন আমি ধর্মীয় কাজে সময় দিচ্ছি। নিয়মিত জামাত, চিল্লায় যেতে হচ্ছে৷ যেহেতু মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই ধর্ম কর্ম তো করতেই হবে।  

বললেন, আমি মুসলিম তাই আমাকে নিয়মিত নামাজ, রোজা করতে হবে। এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে।  

চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিনি, সামনে তার চলচ্চিত্র আসছে বলেও জানালেন। বললেন, আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে আমার চারটি চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।